সাময়িক বিরতি নিয়ে ফের দিল্লি অভিযানে কৃষকেরা
রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:১৯
ভারতে নতুন করে কৃষকদের প্রতিবাদ, আন্দোলন শুরু হয়েছে।
ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্যবিমা এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন ভারতের কৃষকরা। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিল্লি চলো অভিযান শুরু করে ২০০টিরও বেশি কৃষক সংগঠন। মঙ্গলবার রাতে পদযাত্রা বন্ধ রাখলেও বুধবার সকাল থেকেই ফের দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে কৃষক সংগঠনগুলো।
পুলিশের লাগাতার সঙ্গে সংঘর্ষে পেরে না উঠে মঙ্গলবার বিকালে দিল্লি অভিযান স্থগিত রেখেছিল কৃষক সংগঠনগুলি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।