পাঁচ বছর পর সিংহাসন হারালেন সাকিব আল হাসান

রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৪৪

ছবি: সংগৃহীত

আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। জনকণ্ঠ, প্রথম আলো

সাকিব প্রায় ৫ বছর ধরে ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষে ছিলেন। ২০১৯ সালের পর এই প্রথম শীর্ষস্থান হারালেন তিনি। ঢাকা ট্রিবিউন

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩১৪। ৩১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। আর তৃতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের সিকান্দার রাজার পয়েন্ট ২৮৮। নিউজবাংলা টোয়েন্টিফোর

সাকিবের পিছিয়ে পড়ার কারণ, ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলকে জয় এনে দিলেও আঙুলের ইনজুরিতে ছিটকে যান তিনি। এরপর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেননি সাকিব। চোখের সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও খেলছেন না সাকিব। সময় নিউজ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top