সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থী চূড়ান্ত

রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪৩

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এবার ৪৮ জন মনোনীত প্রার্থীর মধ্যে ৩৪ জনই নতুন মুখ।

বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি ছিলেন এমন ৭ জন এবারও মনোনয়ন পেয়েছেন এবং ১৪ দলীয় জোটের শরিক দল থেকে পেয়েছেন একজন।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৮ জন চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন। এদের মধ্যে চার জন প্রথমবার মনোনীত হয়েছেন। এছাড়া টানা চারবার সংসদে দলীয় মনোনয়ন পেয়েছেন ফজিলাতুন নেছা ইন্দিরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top