শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান জেলেনস্কি
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:১৪
মিউনিখ সিকিউরিটি কনফারেন্স-২০২৪ কনফারেন্সে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার জার্মান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।
আন্তর্জাতিক নিরাপত্তা নীতি নিয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ১৬-১৮ ফেব্রুয়ারি মিউনিখের হোটেল বায়েরিশার হফে অনুষ্ঠিত হবে। সফর শেষে ১৮ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ১৯ ফেব্রুয়ারি তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।