চার ধাপে ৩৪৪ উপজেলায় ভোট
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৫৬
দেশের ৩৪৪টি উপজেলায় কোন ধাপে কোনটির ভোটগ্রহণ হবে সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১, তৃতীয় ধাপে ৭৭ ও চতুর্থ ধাপে ৩৮টিসহ চার ধাপে ৩৪৪ উপজেলায় ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।