রেলওয়েকে যাত্রীবান্ধব করা হবে: রেলমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৫৬
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বিএনপি সরকারের আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলওয়ের অনেক দক্ষ শ্রমিক-কর্মচারীকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে এখানে অনেক শ্রমিক-কর্মচারীর মারাত্মক সংকট তৈরি হয়।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জিল্লুর হাকিম বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য রেলওয়েতেও স্মার্ট ও দক্ষ জনশক্তির প্রয়োজন। অতি শিগগিরই শূন্যপদ পূরণ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, রেলের অনেক জমি বেহাত হয়ে গেছে। এ কাজে জড়িত রয়েছে দুর্বৃত্তরা। এসব জমি দখলমুক্ত করে রেলওয়ে কারখানার আধুনিকায়নে সরকার পদক্ষেপ নিচ্ছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।