বিএনপির মহাসচিবসহ শীর্ষ পদে পরিবর্তনের গুঞ্জন
রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ১৬:০০
বিএনপির শীর্ষ পদে বড় রদবদলের গুঞ্জন চলছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহাসচিব পদ নিয়ে। ঢেলে সাজানো হচ্ছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম- স্থায়ী কমিটি।
মহাসচিব পদে পরির্বতনের বিষয়টি সামনে আনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই। কারামুক্তির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালনে নিজের অক্ষমতার কথাও তুলে ধরে মহাসচিব পদ ছেড়ে দিতে আগ্রহ প্রকাশ করেন বলে জানা যায়।
তবে বিএনপি চেয়ারপারসন বিষয়টি প্রথমে আমলে না নিয়ে তাকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু মুক্তির পর থেকে মির্জা ফখরুলকে রাজনৈতিক কোনো কর্মসূচিতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব পদে নতুন কাকে দায়িত্বে আনা যায় সে বিষয়ে দলটির শীর্ষ নেতাদের মধ্যে চলছে আলোচনা।
বর্তমান মহাসচিব আন্দোলনমুখী নন, সংগঠনকে গোছাতে ব্যর্থ হয়েছেন প্রায়ই এমন অভিযোগ করেন তারেক জিয়া । নতুন মহাসচিবের ব্যাপারে তারেক জিয়ার দুটি ভাবনা রয়েছে। একটি হলো, সিনিয়র নেতাদের মধ্যে কাউকে মহাসচিব করা। দ্বিতীয় চিন্তা হলো, রাস্তার আন্দোলনে পারদর্শী কোনো নেতা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।