বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

শুভ বড়দিন: সম্প্রীতির উৎসবে মাতল পুরো বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

সংগৃহীত

চারদিকে রঙিন আলো, ক্রিসমাস ট্রি আর যিশুর জন্মের সেই পবিত্র প্রতিচ্ছবি। আজ ২৫শে ডিসেম্বর, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব—শুভ বড়দিন। দিনটি কেবল একটি ধর্মের নয়, বরং আনন্দ আর মানবতা ভাগ করে নেওয়ার।

মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে বেথলেহেমে জন্ম নিয়েছিলেন প্রভু যিশু। সেই মহিমাকে স্মরণ করে আজ সকাল থেকেই দেশের সব গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। রাজধানীর তেজগাঁও জপমালা রানির গির্জায় ভোরের প্রার্থনায় শামিল হয়েছেন শত শত পুণ্যার্থী। সবার একটাই কামনা—বিশ্বজুড়ে শান্তি বজায় থাকুক।

ঘরে ঘরে চলছে কেক কাটা আর বিশেষ খাবারের আয়োজন। তারকা হোটেলগুলোতে বসানো হয়েছে কৃত্রিম ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজ। ছোটদের উপহার আর বড়দের আড্ডায় মেতে উঠেছে দেশজুড়ে খ্রিষ্টান পল্লিগুলো।
ধর্ম যার যার, উৎসব সবার। যিশুর সেই প্রেম আর ক্ষমার বাণী ছড়িয়ে পড়ুক আমাদের সবার হৃদয়ে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top