১৭ বছর পর ঢাকায় তারেক রহমান: যা ঘটলো ৩০০ ফিটে
আমার মন পড়ে আছে হাসপাতালে, মায়ের পাশে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬
১৭ বছর। একটা নাম। আর ঢাকার ৩০০ ফিটজুড়ে মানুষের ঢল। আজ ২৫ ডিসেম্বর। সকাল ১১টা ৪০ মিনিট। ঢাকার মাটিতে পা রাখেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়েই যা করলেন—সেটাই অনেক কিছু বলে দেয়। খালি পায়ে দাঁড়ালেন ঘাসে। হাতে নিলেন দেশের মাটি। নীরবে ছুঁয়ে দেখলেন মাতৃভূমি। এরপর ভিআইপি লাউঞ্জ। মির্জা ফখরুলের আলিঙ্গন। চোখে জল। ১৭ বছরের নির্বাসনের আবেগ—কথা ছাড়াই স্পষ্ট।
লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে যাত্রা শুরু। বাসের গায়ে লেখা— সবার আগে বাংলাদেশ। চার ঘণ্টার পথ। দুই পাশে লাখো মানুষ। হাত নাড়া। স্লোগান। চোখের জল। মঞ্চে উঠে তারেক রহমান সরাসরি বললেন—মানুষ এখন দয়া চায় না। চায় অধিকার। কথা বলার অধিকার। গণতান্ত্রিক অধিকার।
তারপর এল সেই লাইন—মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ অ্যা ড্রিম। আর আমি বলছি— আই হ্যাভ অ্যা প্ল্যান। পাহাড়-সমতল। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান। নারী-শিশু-তরুণ— সবাইকে নিয়ে একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ। ভাষণের শেষদিকে তিনবার বললেন— আমরা দেশে শান্তি চাই।
আর সবচেয়ে আবেগঘন মুহূর্ত? তিনি বললেন—আমার মন পড়ে আছে হাসপাতালে, মায়ের পাশে। তবুও আগে এসেছি জনগণের কাছে। ১৭ বছরের অপেক্ষা। ৬ হাজার ৩১৪ দিনের নির্বাসন। আর ২৫ ডিসেম্বরের এই বিকেল—বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।