‘বিএনপির একেকজন একেক কথা বলেন, শুনতে চাই ফখরুল কী বলেন’

রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ১৭:৪৩

ছবি: সংগৃহীত

ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি এখন দেশের অর্জনকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার সাতটি ফ্লাইওভারে যান চলাচল উন্মুক্তকরণকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী সচিবালায় থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করতে গাজীপুরে বিআরটি প্রকল্পের সাতটি ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি এখন দেশের অর্জনকে ধ্বংস করতে চায়। এখনো নিত্য প্রয়োজনীয় পণ্যের যে লেনদেন, আমদানি-রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে এই ধরনের বিষয় কি বাস্তবসম্মত?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা ব্যর্থতার জন্য তারা নিজেরাই ক্লান্ত, তাদের কর্মীরা হতাশ। নেতাদের কারও সঙ্গে কারও কথার মিল আমরা দেখি না। মঈন খান ভারতের সহযোগিতা চান, রিজভী আবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন।

বিএনপি নেতারা একেকজন একেক কথা বললেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন, তা জানতে চান ওবায়দুল কাদের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top