রাত ৯টার পরও চলবে মেট্রোরেল!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৫:৪৮

ছবি: সংগৃহীত

চলছে পবিত্র রমজান মাস। রোজা রেখে এমনিতেই আমাদের জীবনে অনেক কিছুরই পরিবর্তন ঘটে এই মাসকে ঘিড়ে।

এবার পবিত্র রমজানকে কেন্দ্র করে মেট্রোরেল রাত ৯টার পরও চালু রাখার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৭ মার্চ (বুধবার) থেকে রাত ৯টার পরও মেট্রোরেল চালু থাকবে। কর্তৃপক্ষের আশা, রোজার শেষ অর্ধে কেনাকাটার জন্য মানুষ বের হলে যাত্রী বাড়বে। ফলে এতে বাড়বে ট্রেনের সংখ্যাও।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ১৬তম রমজানের দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন চলবে ১৯৪ বার। পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top