গুলি-গ্রেনেডে ভয় পাবে না এমন নেতা তৈরি করতে হবে

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৬:২৯

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বলে ভিন্ন কায়দায় ও ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই সমাবেশের আয়োজন করে।

মির্জা আলমগীর বলেছেন, গুলি-গ্রেনেডের ভয়ে যারা পালাবে না- এমন তরুণ যুবক ও ছাত্রনেতা তৈরি করতে হবে। তিনি বলেন, স্মার্টফোনের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের ওপর নজরদারি করছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করেছে। দেশের ভেতরে-বাইরে কেউ এ নির্বাচন গ্রহণ করেনি। জোর করে ক্ষমতা দখল করে দেশের মানুষের বুকের ওপর বসে আছে তারা। ১৯৭৫ সালে দেশের মানুষদের সঙ্গে প্রতারণা করেছিল আওয়ামী লীগ, এখন ছদ্মবেশে গণতন্ত্রের লেবাস ধরেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top