সারাদেশে টিকা কার্যক্রম শুরু ৭ ফেব্রুয়ারি
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ২০:৩০
সারাদেশে মহামারি করোনার টিকা প্রয়োগ কার্যক্রম আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ‘৮ ফেব্রুয়ারি নয়, একদিন আগে (৭ ফেব্রুয়ারি) থেকেই ঢাকা ও ঢাকার বাইরে টিকা প্রয়োগ শুরু হবে। ঢাকায় টিকা দেওয়া হবে অন্তত ৩২৪ কেন্দ্রে।’
প্রসঙ্গত, দেশে প্রাথমিকভাবে টিকার প্রয়োগ শুরু হয় বুধবার (২৭ জানুয়ারি)। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তার শরীরে টিকা প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হয়।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।