ব্যালন ডি'অরের হতাশা ঘুচিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
রাজীব রায়হান | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫
ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
ব্যালন ডি'র অল্পের জন্য মিস হলেও ফিফা বর্ষসেরার পুরস্কার ঠিকই জিতে নিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ২০২৪ সালের বিজয়ী হিসেবে ভিনিসিয়ুসের নাম ঘোষণা করা হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেন ফুটবলের ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল এবং ১১ অ্যাসিস্টসহ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়ুস। ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন তিনি। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।
দশ ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরসহ ৭ আসামি খালাস
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সাত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদারসহ অন্যরা।
ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শতাধিক। বুধবার ভোররাত সোয়া ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে সাদপন্থিরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকেন। এ সময় মাঠের ভেতর থেকে যোবায়েরপন্থিরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে সাদপন্থিরাও পাল্টা হামলা চালান। একপর্যায়ে সাদপন্থিরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, র্যাব ও বিজিবি।
ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরে গেলেন প্রধান উপদেষ্টা
কায়রোতে ডি-এইট সম্মেলনে যোগ দিতে মিশর গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি। তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা এবং আগামীর অর্থনীতি গঠন- এই প্রতিপাদ্য এবারের সম্মেলনের। বাংলাদেশ ছাড়াও তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকার প্রধানরা সম্মেলনে যোগ দেবেন। এমএসএমই ক্ষেত্রে বাংলাদেশকে কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টা কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন বলেও জানা গেছে।
নির্বাচন দিতে ৬ মাসের বেশি সময় লাগার কথা না
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার সকালে কড়াইল কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে রোডম্যাপ দিয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এসময় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশাসনের ব্যর্থতা ছিল বলে দাবি করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, এ ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত ছিলো।
অন্তর্বর্তী সরকারের সময়ে রেমিট্যান্স বেড়েছে বলে জানালেন আসিফ নজরুল
গত অর্থবছরের তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। প্রবাসীরা উজাড় করে সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। প্রবাসীরা দেশ গড়ার মূল চালিকাশক্তি উল্লেখ তরে তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশের পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা অসম্ভবকে সম্ভব করেছে। এজন্য তাদের জেলেও যেতে হয়েছে।
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৭ বিভাগে ভারী বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব বিভাগেই ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি বর্ষণ হতে পারে। এদিকে সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। ২২ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে মোজাম্বিকে নিহত ৩৪
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ৩৪ জন নিহত হয়েছেন। ঝড়ে অনেক পরিবার তাদের বাড়ি-ঘর হারিয়েছে এবং স্কুল ও স্বাস্থ্য কেন্দ্রসহ বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, চিডোর তাণ্ডব মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বেশি প্রভাব ফেলেছে। স্কুল, স্বাস্থ্য অবকাঠামো এবং মাছ ধরার বহু নৌকাও ধ্বংস হয়ে গেছে।
প্রতিরোধ যোদ্ধারা নয়, ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে: খামেনি
হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার যে স্বপ্ন দেখছে ইসরায়েল, তা কোনোদিনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, হিজবুল্লাহ নয়, বরং ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে। তেহরানে নারীদের এক সমাবেশে মঙ্গলবার খামেনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ায় সরকার পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীর প্রতিরোধ পক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে যারা মনে করছেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। ইহুদি শাসকরা মনে করছে, তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে কোণঠাসা করে ফেলবে ও নিশ্চিহ্ন করবে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। হিজবুল্লাহ নয়, ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে।
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার আর্নেস ভ্যাল স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে সফরকারীরা। ওই রান তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। ২০১৮ সালের পর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজ হারালো বাংলাদেশ। সবমিলিয়ে প্রথমবার এই ফরম্যাটে সিরিজ জিতলো ক্যারিবীয়ানে। এর আগে সেমাবার প্রথম ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বীতায় বাংলাদেশ ৭ রানের জয় তুলে নেয়। সিরিজের শেষ ম্যাচ আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।