শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব মুসল্লিরা আসতে শুরু করেছেন
শাহজাহান শোভন, টঙ্গী থেকে | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২
![দ্বিতীয় পর্ব মুসল্লিরা আসতে শুরু করেছেন](https://www.newsflash71.com/pmanager/tongi-photo-12022025-20250213121234.jpg)
টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি শেষের পর্ষায়ে। ১৬ ফেব্রুয়ারী (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব।
এর আগে, বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ী নেজামের অধীনে গত ৩১ জানুয়ারী শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। পরে ২ ফেব্রুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জুবায়ের অনুসারীদের ইজতেমা।
দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা তাদের জন্য ১৬০ একর এলাকা জুড়ে নির্মিত চট নির্মিত প্যান্ডেলের নীচে অবস্থান নিতে শুরু করেছেন। ইতোমধ্যে ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন।
দেশি-বিদেশি আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে রয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে রয়েছে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা। আগত মুসল্লিদের পারাপারে তুরাগ নদীর ওপর ভাসমান ব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী ও বিআইডবি-উটিএ।
সা’দ অনুসারী মিডিয়া সমন্বয়ক সায়েম জানান, দেরিতে হলেও মাঠ প্রস্তুতির কাজ যথা সময়েই সম্পূর্ণ হবে। শুক্রবার রাত শবেবরাতের রাত, অনেক ফজিলতের রাত। তিনি আরো জানান, ঢাকার যাত্রাবাড়ি থেকে আগত মুসল্লিদের ১ও ২নং খেত্তায়, ঢাকার কেরানীগঞ্জ থেকে আগত মুসল্লিদের ৬নং খেত্তায়, ঢাকার মোহ্াম্মদ থেকে আগত মুসল্লিদের ৭নং খেত্তায়, মুন্সিগঞ্জ জেলা থেকে আগত মুসল্লিদের ৮ ও ৯নং খেত্তায়,জামালপুর জেলা থেকে আগতদের ১০ ও ১১নং খেত্তায়, মানিকগঞ্জ জেলা থেকে আগতদের ১২নং খেত্তায়, জয়পুর হাট জেলা থেকে আগতদের ১৩নং খেত্তায়, সিলেট জেলা থেকে আগতদের ১৪ ও ১৫নং খেত্তায়, সিরাজ গঞ্জ জেলা থেকে আগতদের ১৬নং খেত্তায়, মেহেরপুর জেলা থেকে আগতদের ১৭নং খেত্তায়, টাঙ্গইল জেলা থেকে আগতদের ১৮ ও ১৯নং খেত্তায়, পাবনা জেলা থেকে আগতদের ২০নং খেত্তায়, সিরাজগঞ্জ-১ জেলা থেকে আগতদের ২১নং খেত্তায়, নরসিংদী-১জেলা থেকে আগতদের ২২নং খেত্তায়, ঢাকা সাভার উপজেলা থেকে আগতদের ২৩ ও ২৪নং খেত্তায়,নরসিংদী-২ জেলা থেকে আগতদের ২৫নং খেত্তায়, কিশোর গঞ্জ জেলা থেকে আগতদের ২৬ ও ২৭নং খেত্তায়, কক্সবাজার জেলা থেকে আগতদের ২৮নং খেত্তায়, নোয়াখালী জেলা থেকে আগতদের ২৯ ও ৩০নং খেত্তায়, গোপালগঞ্জ জেলা থেকে আগতদের ৩১নং খেত্তায়, ঝালকাঠি জেলা থেকে আগতদের ৩২নং খেত্তায়, বরগুনা জেলা থেকে আগতদের ৩৩নং খেত্তায়, মাদারীপুর জেলা থেকে আগতদের ৩৪নং খেত্তায়, শরিয়তপুর জেলা থেকে আগতদের ৩৫নং খেত্তায়, খাগাড়াছড়ি জেলা থেকে আগতদের ৩৬নং খেত্তায়, রাঙ্গামাটি জেলা থেকে আগতদের ৩৭নং খেত্তায়, নওগা জেলা থেকে আগতদের ৩৮ ও ৩৯নং খেত্তায় ও বান্দরবন জেলা থেকে আগতদের ৪০নং খেত্তায় অবস্থান নেয়ার জন্য অনুরোধ করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। ইজতেমা সফল করতে আমরা সবার সহযোগিতা চাই।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।