স্বর্ণের দাম আবারও বাড়ল! মাথায় হাত সাধারণ ক্রেতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১৪:৫৭

স্বর্ণপ্রেমীদের জন্য নতুন ধাক্কা! দুই দফা কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম! বাড়তি খরচের চাপে এবার কষ্ট পেতে চলেছেন গহনা কেনার গ্রাহকরা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস জানিয়েছে, এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৮৯০ টাকা। নতুন দামে এখন এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা!
এ ঘোষণা এসেছে মঙ্গলবার, ১ জুলাই সন্ধ্যায়। আর এই দাম প্রযোজ্য হবে ২ জুলাই থেকে। বাজুস জানায়, তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। স্থানীয় বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—২২ ক্যারেট: ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। ২১ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা। ১৮ ক্যারেট: ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।
মনে রাখবেন—এই দামের সঙ্গে যুক্ত হবে সরকারি ৫% ভ্যাট। এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি। তবে ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে পার্থক্য হতে পারে। চলতি বছরে ৪১ বার বদলানো হয়েছে স্বর্ণের দাম!এর মধ্যে ২৭ বার বেড়েছে, আর ১৪ বার কমেছে। স্বর্ণ কিনবেন ভাবছেন? তাহলে আগের চেয়ে আরও বেশি টাকা রাখতে হবে পকেটে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।