জাতীয় সনদ প্রণয়নে আশাবাদ, জুলাইতেই চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১৬:৩০

জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি সম্ভব—বললেন অধ্যাপক ড. আলী রীয়াজ। রাজনৈতিক ঐকমত্য নিয়ে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।
বুধবার, ২ জুলাই। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে চলছিল জাতীয় ঐকমত্য সংলাপের দ্বিতীয় দফার সপ্তম দিন। সেই আলোচনার শুরুতেই অধ্যাপক রীয়াজ বললেন—“সব রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই মাসেই জাতীয় সনদ সম্ভব।”
সবার দলীয় অবস্থান থাকলেও, আমাদের মধ্যে যোগাযোগ হচ্ছে—আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। প্রতিদিন হয়তো অর্জন নেই, কিন্তু এগিয়ে যাচ্ছি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।
এই সংলাপের মূল আলোচ্য বিষয়: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, দ্বিকক্ষীয় সংসদ গঠন, কমিশন জানায়—বেশিরভাগ দলই দ্বিকক্ষীয় সংসদের পক্ষে। ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টনেও রয়েছে সম্মতি। তবে কিছু দল এখনও কিছু বিষয়ে ভিন্নমত পোষণ করছে।
আমরা কেউ আগের অবস্থায় ফিরতে চাই না। দলের স্বার্থ নয়—এখন দরকার দেশের স্বার্থ দেখা। গত জুলাইয়ের ঐক্যের অঙ্গীকার—সেটাই সামনে এগিয়ে নিচ্ছে এই উদ্যোগ।
এই সংলাপ শুধুই রাজনৈতিক আলোচনা নয়—এটা বাংলাদেশের ভবিষ্যতের খসড়া চুক্তি। একটি সংস্কারিত রাষ্ট্রের প্রতিশ্রুতি। এই উদ্যোগ কি বাস্তবায়নযোগ্য? জাতীয় সনদ কি পারে বিভক্ত বাংলাদেশকে এক করতে?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।