চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস, কেন এই সফর
রাজীব রায়হান | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১৪:৪৫

ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই দেশ সফর করেছিলেন শেখ হাসিনা। সেই দেশেই সরকারপ্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন ড. ইউনূস। বুধবার (২৬শে মার্চ) শুরু হচ্ছে তার চার দিনের চীন সফর।
কেন এই সফরঃ
অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো প্রধান কাজ। থাকবে ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আসতে পারে কিছু ঘোষণা। গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ ও সামরিক। বিভিন্ন প্রকল্পের জন্য নতুন ঋণ বা সমঝোতার বিষয় থাকবে। তবে চাওয়াটা বহুমাত্রিক।
২৭ মার্চ। বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে যোগদান ও ভাষণ দেবেন। পরে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এমনটাই আশা করা হচ্ছে।
২৮ মার্চ। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের। ২৯ মার্চ সকাল। পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে বাংলাদেশের উদ্দেশে রওনা করবেন।
বাংলাদেশের চাওয়া কীঃ
প্রথম কথা, প্রধান উপদেষ্টার সফরটি ভূ-রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক। পানি সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা। পানি ব্যবস্থাপনার আওতায় থাকবে তিস্তা প্রকল্প। সীমান্ত আধিপত্য ও প্রভাব বিস্তার। যেমন ভারত, চীন, রাশিয়া ও মিয়ানমার। রোহিঙ্গা ইস্যু আছেই। তবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনটাই মূখ্য।
চ্যালেঞ্জ কীঃ
দেশটির অর্থনীতি যখন নানামুখী চাপে। ঠিক তখন দেশের দায়িত্বে ড. ইউনূস। ফলে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেয়া বড় চ্যালেঞ্জ। সঙ্কট উত্তরণে তাই চীনের মত বড় ও স্থিতিশীল অর্থনৈতিক সহযোগীর আনুকূল্য প্রয়োজন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।