বজ্রপাতের সময় এলো, ঘরদোর কাঁপছে, বাঁচবেন কী করে
রাজীব রায়হান | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৪৫

আকাশে যখন বিজলী চমকাচ্ছে। বাজখাঁই শব্দে ঘরদোর কাঁপছে। এমন সময়ে আপনি কী করবেন। ভাবছেন ঘরের মধ্যে থাকাটাই তো নিরাপদ। আসলে ঘর থেকে এই শব্দ আর দৃশ্যের প্রতি মুগ্ধতা আসা আশ্চর্যের কিছু নয়। কিন্তু কাছে গেলেই তো বাঁধবে বিপদ। বৃষ্টি উপভোগ করা গেলেও বিপত্তি হবে যখন তা রূপ নিবে বজ্রপাতে।
প্রতি বছর বজ্রাঘাতে মৃত্যুর খবর প্রায়ই খবরে উঠে আসে। মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই কৃষক, জেলে ও দিনমজুর। যারা খোলা জায়গায় কাজ করতে গিয়ে মৃত্যুঝুঁকিতে পড়েন। হিসাব বলছে, প্রতি বছর দেশে বজ্রপাতে ২০০ জনেরও বেশি মানুষ মারা যায়। এদের মধ্যে ১৭ শতাংশ শিশু।
যাই হোক, যদি আপনি বজ্রপাতের সময় বাইরে থাকেন, তাহলে কিভাবে নিরাপদে থাকবেন। প্রাথমিক সতর্কবার্তা তো জানতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক, বজ্রপাত থেকে নিরাপদ থাকার কিছু গোপন সিক্রেটঃ
>> বজ্রঝড় সাধারণত স্থায়ী হয় ৩০ থেকে ৪৫ মিনিট । এ সময়টুকু ঘরে অবস্থান করাই ভালো। গভীর ও উলম্ব মেঘ দেখা দিলে ঘরে অবস্থান করুন। আর নদী, পুকুর, বা জলাশয় থেকে দূরে থাকুন।
>> খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে যান।
>> বজ্রপাতের আশঙ্কা হলে দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বিল্ডিংয়ের ছাদে বা উঁচু ভূমিতে ভুলেও যাবেন না যেন।
>> বজ্রপাতের সময় মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজসহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখুন। বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ বিচ্ছিন্ন করে দিন।
>> উচুঁ গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও তার, ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকুন। খোলা জায়গায় একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে বিচ্ছিন্ন হয়ে যান।
>> ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না কিন্তু। সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।
>> গাড়ির ভেতর অবস্থান করলে ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ রাখবেন না। বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় যাবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
বজ্রপাতে আহত হলে কী করবেনঃ
বজ্রপাতের সময় কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা করতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। এ সময় বজ্রাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ও হৃৎস্পন্দন ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এ বিষয়ে প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ নিয়ে রাখুন।
বজ্রপাতের আগ মুহূর্তের লক্ষণ জানুনঃ
বজ্রপাত হওয়ার আগের মুহূর্তে কয়েকটি লক্ষণে তা বোঝা যেতে পারে। যেমন বিদ্যুতের প্রভাবে চুল খাড়া হয়ে যাবে, ত্বক শিরশির করবে বা বিদ্যুৎ অনুভূত হবে। এ সময় আশপাশের ধাতব পদার্থ কাঁপতে পারে। অনেকেই এ পরিস্থিতিতে ‘ক্রি ক্রি’ শব্দ পাওয়ার কথা জানান।
আপনি যদি এমন পরিস্থিতি অনুভব করেন। তাহলে দ্রুত বজ্রপাত থেকে নিরাপদে যাওয়ার প্রস্তুতি নিন। যে যেখানেই থাকুন না কেন, আবহাওয়ার দিকে নজর রাখুন। যাতে করে সময় মোতাবেক সঠিক ব্যবস্থা নেওয়া আপনার জন্য সহজ হয়। নিরাপদ রাখুন, নিরাপদে থাকুন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।