বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

১৩ ঘণ্টায় ৩ বার ভূমিকম্পে কাঁপল দেশ, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৮:০৭

সংগৃহীত

মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। স্বল্প সময়ের মধ্যে এমন ঘন ঘন কম্পন জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

বুধবার দিবাগত রাত ৩টার পর থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটের মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। কম্পনগুলোর মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

সর্বশেষ কম্পনটি অনুভূত হয় বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।

ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্রও (এনসিএস) এই তথ্য নিশ্চিত করেছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঘন ঘন এমন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

শুধু আজই নয়, এর আগে গত ২২ ও ২৩ নভেম্বরও দুই দিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এগুলোর মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী। ভূতাত্ত্বিকরা বলছেন, ছোট ছোট কম্পনগুলো বড় কোনো ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top