রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দ্বৈত নাগরিক প্রার্থীদের অংশগ্রহণ বিষয়ে রোববার সিদ্ধান্ত জানাবে ইসি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, ১২:২৫

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা অংশ নিতে পারবেন কিনা তা রোববার (১৮ জানুয়ারি) সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রের খবর, বর্তমানে অপেক্ষমাণ আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্ব নিয়ে। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

রোববার জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন। শনিবার (১৭ জানুয়ারি) শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে।

  • মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন

  • মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন

অপরদিকে, ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে:

  • মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন

  • মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। ভোটের প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top