এনসিপি পেল 'শাপলা কলি' প্রতীক, নির্বাচনে অর্থ-ক্ষমতার প্রভাব নিয়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯
নির্বাচন কমিশনের নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তাদের জন্য বরাদ্দকৃত প্রতীক হচ্ছে 'শাপলা কলি'। বুধবার সিইসি'র সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম আরপিও সংশোধনীকে সাধুবাদ জানালেও, এটি বাতিলে চাপ সৃষ্টি ও আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা করেন। এনসিপি ইসিকে অনুরোধ করেছে, 'প্রত্যেক দলকে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে'—এই প্রস্তাবনা থেকে যেন ইসি সরে না আসে।
নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। তারা প্রার্থীর হলফনামা যাচাই এবং যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
ডিসি-এসপি বদলিতে রাজনৈতিক প্রভাবের কারণে নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করে এনসিপি। এছাড়াও, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সব দলের প্রস্তুতির জন্য উপযুক্ত সময়ে নির্বাচনের তফশিল ঘোষণারও আহ্বান জানানো হয়েছে।
গণভোটের সঠিক প্রচার ও অপতথ্যের বিস্তার রোধে ইসিকে সতর্ক থাকার কথা বলেছে এনসিপি। নতুন প্রতীক 'শাপলা কলি' নিয়ে তারা এবারের নির্বাচনে অংশ নেবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।