প্রধানমন্ত্রীর ৬ মাসের নির্দেশনা নিয়ে ২ হাজার পৃষ্ঠা বই

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৮

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব নির্দেশনা দিয়েছেন, আগামীতে যে কোনো মহামারী মোকাবেলায় নীতি-নির্ধারকদের জন্য তা বই আকারে সংরক্ষণ করছে তাঁর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার তত্ত্বাবধানে সরকার প্রধানের নির্দেশনা বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন সঙ্কলন করা হচ্ছে এতে।

এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় যেসব নির্দেশনা জারি করেছে, তা বইয়ে ১ হাজার ৯৭৬ পৃষ্ঠায় দাঁড়িয়েছে। এসব নির্দেশনা বই আকারে ৫টি ভলিউমে সংরক্ষণ করা হয়েছে।

ভবিষ্যতে করোনা মহামারীর মতো দুর্যোগ মোকাবেলার কথা চিন্তা করে এসব নির্দেশনা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, সচিব তোফাজ্জল হোসেন।

করোনাভাইরাসের রোগী গত মার্চে দেশে প্রথম শনাক্ত হলেও চীনে সংক্রমণের পর থেকে সরকারের উদ্যোগে মহামারী মোকাবেলার প্রস্তুতি চলছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে থেকেই মহামারী মোকাবেলায় নানা নির্দেশনা দিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও সভা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন সচিব।

তোফাজ্জল হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ যেসব নির্দেশনা জারি করেছে, তার পরিমাণ দেখলে কিছুটা অনুমান করা যায় এই করোনার মধ্যেও ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী দিনরাত কতটা পরিশ্রম করে যাচ্ছেন।”

প্রধানমন্ত্রী প্রতিটি বিষয়ের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন এবং সে অনুযায়ী প্রতিনিয়ত বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন,“এই করোনাভাইরাস মহামারীর মধ্যেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবনের চেয়ে দেশ ও দেশের জনগণকে বড় মনে করেন। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।”

এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top