বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: সিইসি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৭

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। তিনি এ কথা বলেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শন করে।

সিইসি বলেন, “সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা সম্ভব।”

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে স্থাপন করা হয়েছে ১০টি আপিল বুথ, যেখানে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল করা যাবে।

বুথ ও অঞ্চল: খুলনা: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা। রাজশাহী: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। রংপুর: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। চট্টগ্রাম: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। কুমিল্লা: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর। সিলেট: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। ঢাকা: টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ। ময়মনসিংহ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। বরিশাল: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর। ফরিদপুর: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

আপিল দায়ের প্রক্রিয়া: নির্ধারিত ফরম্যাটে কমিশন সচিবালয়ের সচিবের কাছে আবেদন দাখিল করতে হবে। আপিলে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, কারণ সংবলিত বিবৃতি এবং সত্যায়িত কপি জমা দিতে হবে। ১টি মূলকপি ও ৭টি নকল কপি প্রয়োজন। নিজ অঞ্চলের নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে।

মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা রাতেই প্রকাশ করা হবে। আপিলের সিদ্ধান্ত ১০ থেকে ১৮ জানুয়ারি মধ্যে দেওয়া হবে।

সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রার্থী ও সরকারি সুবিধাভোগীদের ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top