বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

নির্বাচন বানচালের চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৬:৫৫

সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, এবারের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো সময় ও যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা প্রতিরোধ করা যায়।

তিনি জানান, সভায় নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে এবং মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top