নারায়ণগঞ্জে
দেশের প্রথম ফলিত পুষ্টি প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট ‘বারটান’ প্রতিষ্ঠিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৪
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় দেশের প্রথম ফলিত পুষ্টি প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট (বারটান) প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ২০২১ সালে কৃষি মন্ত্রণালয় এই ইনস্টিটিউট নির্মাণ করেছে ১০৮ কোটি টাকার ব্যয়ে।
প্রতিষ্ঠার পর থেকে বারটান খাদ্যভিত্তিক পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, পুষ্টিহীনতা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের মাধ্যমে জাতীয় অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি ঘিরে স্থানীয় কৃষি নির্ভর মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
মেঘনা নদীর বালুকাময় অববাহিকায় একশ’ একর জমির উপর গড়ে ওঠা এই গবেষণা ইনস্টিটিউটে রয়েছে: ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ২ তলা বিশিষ্ট প্রশিক্ষণ ভবন, ৫ তলা বিশিষ্ট ডরমিটরী ভবন, স্কুল ও কলেজ, ৬টি ভবন অত্যাধুনিক সুযোগ সুবিধা সংবলিত।
এছাড়া রয়েছে ৪৮ হাজার স্কয়ার ফুটের দৃষ্টি নন্দন মসজিদ, যেখানে দুই হাজার মুসুল্লী একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারেন।
বারটানে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বছরে প্রায় ৩,৬০০ মানুষ খাদ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন। আধুনিক মানের এই ইনস্টিটিউট ২০২১ সালে হস্তান্তর হওয়ার পর থেকেই পুষ্টি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বারটানের কারণে মেঘনা পাড়ের অজপাড়াগাঁ বিশনন্দীর দৃশ্যপটও পাল্টে গেছে। এখন বিভিন্ন এলাকার ভ্রমণপিপাসু মানুষ এখানকার দৃষ্টিনন্দন স্থাপত্য দেখতে ভিড় করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।