বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

লুট হওয়া অস্ত্র উদ্ধার, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৬:১২

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ২০০টি লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করছে এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।

মঙ্গলবার চট্টগ্রাম জেলার ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনা করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, “নির্বাচন কমিশনের বার্তা একটাই – স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। মাঠপর্যায়ে এর বাস্তবায়ন দৃশ্যমান হবে। আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে থাকবে। প্রাথমিকভাবে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আন্ত:দলীয় সংঘাতের মাত্রা তুলনামূলকভাবে কম, যা একটি ইতিবাচক লক্ষণ। নির্বাচন উৎসবমুখর হওয়া সবার প্রত্যাশা।”

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা গণমাধ্যমের বড় দায়িত্ব। অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অপতথ্য ছড়ানো বা শেয়ার করাও অপরাধ।”

নির্বাচন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগের প্রসঙ্গেও ইসি জানান, “কারও যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে নির্বাচনী ইনকোয়ারি কমিটি ও কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া ও অন্যান্য নির্বাচন কর্মকর্তা ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top