বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৬:৫৯

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও প্রায় ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত দিয়ে যাতে অস্ত্র প্রবেশ করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট এলাকাগুলো সিল করা হবে। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা জোরদারে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এক এলাকার সন্ত্রাসীরা যেন অন্য এলাকায় গিয়ে নিরাপদ আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নির্বাচন কমিশনার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top