স্ত্রী অনুমতি ছাড়াই পুরুষের দ্বিতীয় বিয়ে সম্ভব:হাইকোর্ট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৫:৪৬
বাংলাদেশ হাইকোর্ট সম্প্রতি এক রায়ে জানিয়েছে, মুসলিম পারিবারিক আইনের আওতায় পুরুষরা স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে পারবেন। আদালতের মতে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে আরবিট্রেশন কাউন্সিল, তাই প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়।
২৪ পাতার পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেছেন, মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন কোনো বাধ্যবাধকতা নেই যা প্রথম স্ত্রীর সম্মতি আবশ্যক করে।
এছাড়া আদালত রায়ে উল্লেখ করেছে, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় স্ত্রী বা স্বামী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল। পরে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলের ওপর ন্যস্ত হয় এবং অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছর কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা হয়।
রায়ের বিরুদ্ধে রিটকারীরা ইতোমধ্যেই আপিল করার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, সিদ্ধান্তটি যদি কার্যকর হয়, তবে এটি বহু বিবাহের ক্ষেত্রে নীতিমালা ও নিয়ন্ত্রণ দুর্বল করতে পারে। সমাজবিজ্ঞানীরা আরও সতর্ক করে দিচ্ছেন, আর্থিক সক্ষমতা ও মনস্তাত্ত্বিক প্রলোভনের কারণে একাধিক বিয়ের সুযোগের অপব্যবহার হতে পারে, যা পরিবারে অসাম্য ও অস্থিরতা বাড়াতে পারে।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বিষয়টি আপিল বিভাগে গেলে তা দেশের জন্য নজরকাড়া আলোচনার জন্ম দিতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।