রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

সৌ‌দি, ওমান ও কাতারগামী কর্মীদের জন্য সুখবর, চালু হলো ভিসা যাচাই সেবা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৫:৫১

ছবি: সংগৃহীত

সৌদি আরব, ওমান ও কাতারগামী বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। এখন থেকে বিদেশযাত্রার আগেই ভিসার বৈধতা যাচাই করতে পারবেন প্রবাসী কর্মীরা। এজন্য ১৬৭৬৮ নম্বারে কল করলেই মিলবে এই সেবা।

রোববার (১১ জানুয়ারি) ‘আমি প্রবাসী’ অ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের বিশেষ এই সেবাটি চালু করা হয়েছে। ভিসা-সংক্রান্ত প্রতারণা রোধ, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সেবাটির আওতায় প্রবাসী কর্মীরা ১৬৭৬৮ নম্বরে ফোন করে ভিসা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর ‘আমি প্রবাসী’ টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলিয়ে ভিসার তথ্য যাচাই করবে।

যাচাই সম্পন্ন হলে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে। সেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ—তা স্পষ্টভাবে জানানো হবে। কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসের মাধ্যমে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।

স্বল্প সার্ভিস ফি দিয়ে দ্রুত ও সহজভাবে এই ভিসা যাচাই সেবা নেওয়া যাবে বলে জানানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে ভূমিকা রাখবে ‘আমি প্রবাসী’ অ্যাপ।

সেবা চালু প্রসঙ্গে ‘আমি প্রবাসী’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ ও স্বচ্ছ করাই আমাদের প্রধান লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে ভিসা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব হবে। এতে প্রবাসীরা আরও নিশ্চিন্তে বিদেশে যেতে পারবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top