সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৭:৪১

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) ৭০ জন প্রার্থীর আপিল শুনানি করেছে। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করা হয়েছে।

শুনানি শেষে বিকেল ৫টায় ইসি এই তথ্য নিশ্চিত করে। এছাড়া ৭ জনের আপিল নামঞ্জুর হয়েছে এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং তালিকাভুক্ত প্রার্থীদের বিভিন্ন সময় পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

ইসি জানায়, আপিল শুনানি শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার ১–৭০ নম্বর এবং রোববার ৭১–১৪০ নম্বর প্রার্থীর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ১৪১–২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১–২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সংসোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি চলবে ১০–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top