ভারতে খেলার পরিবেশ নেই:আসিফ নজরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৮:৩৫

সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ যাবে না—এই অবস্থানেই অনড় রয়েছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে দুই দফা চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ম্যাচ ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের আলোচনা উঠলে তা সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশ কখনোই কলকাতা থেকে অন্য কোনো ভারতীয় শহরে ম্যাচ সরানোর প্রস্তাব দেয়নি। বাংলাদেশের একমাত্র দাবি হলো—বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা ভারতের বাইরে অন্য কোনো নিরাপদ ভেন্যুতে আয়োজন করতে হবে।

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আসিফ নজরুল বলেন,

“ভারতে বর্তমানে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং গত দেড় বছরে বাংলাদেশবিরোধী যে ধারাবাহিক ক্যাম্পেইন চলছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ পর্ব এবং আইসিসির নিরাপত্তা দলের চিঠি—সব মিলিয়ে এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে সেখানে আমাদের খেলার পরিবেশ নেই।”

তিনি আরও বলেন,

“আমরা ক্রিকেটে কোনো দেশের একচ্ছত্র আধিপত্যে বিশ্বাস করি না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ হতে পারে না। আইসিসি যদি সত্যিকার অর্থে একটি বৈশ্বিক সংস্থা হয় এবং যদি তারা ভারতের কথায় উঠে–বসে না, তাহলে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। এই প্রশ্নে আমরা কোনো নতি স্বীকার করব না।”

ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন,

“দুইটা ভেন্যুই তো ভারতেই। ভারত মানে তো ভারতই। আমরা তো কলকাতার কথা বলিনি। আমাদের বক্তব্য পরিষ্কার—ভারতের বাইরে নিন। শ্রীলঙ্কায় নিন, কোনো সমস্যা নেই।”

এ ছাড়া বিকল্প আয়োজক দেশ হিসেবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের কথাও উল্লেখ করেন আসিফ নজরুল। তার ভাষায়,

“পাকিস্তানে করলে সমস্যা নেই, আরব আমিরাতে করলে সমস্যা নেই। কিন্তু যেখানে আমাদের দলের খেলোয়াড়দের নিরাপদে খেলার পরিবেশ নেই, সেখানে আমরা যাব না।”

সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে এবং এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। ফলে চেন্নাই ও তিরুবনন্তপুরমের নাম সামনে এসেছে। তবে এই প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন,

“যখন ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড নিজেই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে বলে, একজন বাংলাদেশি খেলোয়াড়কে এখানে খেলানো যাবে না—এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে যে সেখানে আমাদের খেলার পরিবেশ নেই? আইসিসির নিরাপত্তা দলের চিঠিও সেটাই প্রমাণ করে।”

সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান এখনো স্পষ্ট ও অপরিবর্তিত—টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে নয়, ম্যাচ আয়োজন করতে হবে ভারতের বাইরে কোনো নিরাপদ ভেন্যুতে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির হাতেই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top