ফ্ল্যাটের পর নগদ এক কোটি টাকা পাচ্ছেন শহীদ হাদির পরিবার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১২:২২
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদানের পর এবার নগদ এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত দৈনন্দিন জীবনযাপন ও জীবিকা নির্বাহের জন্য হাদির স্ত্রী ও সন্তানদের এই অর্থ সহায়তা দেওয়া হবে।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য মোট দুই ধরনের সহায়তা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এক কোটি টাকা দেওয়া হবে এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আলাদাভাবে নগদ এক কোটি টাকা দেওয়া হচ্ছে, যা তাদের জীবিকা নির্বাহে ব্যবহৃত হবে।
এর আগে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় ঢাকা লালমাটিয়ায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। জানা গেছে, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবনের ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট সরকারি অনুদানের অর্থে কেনা হবে। ওই ফ্ল্যাটে শহীদ হাদির স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন।
অর্থ বিভাগের সূত্র জানায়, শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। আবেদনটি যাচাই-বাছাই শেষে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এদিকে, শহীদ হাদির পরিবারের সদস্যদের জন্য সরকারের পক্ষ থেকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাদির ভাই ওমর বিন হাদিকে চলতি বছরের ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি নিহত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, রাষ্ট্র শহীদ হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। সর্বশেষ এসব সিদ্ধান্তকে সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।