বিশ্বে বায়ুদূষণে চ্যাম্পিয়ন ঢাকা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৩:৪৭
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। ঢাকার বাতাস রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার অনুযায়ী ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় পৌঁছেছে। ঢাকা এখন দূষণ তালিকার শীর্ষে রয়েছে ৩১২ একিউআই স্কোর নিয়ে।
দূষণ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা (স্কোর ২১৮), তৃতীয় কাঠমান্ডু, চতুর্থ হেংঝু এবং পাকিস্তানের লাহোর পঞ্চম অবস্থানে রয়েছে (স্কোর ১৮৬)।
আইকিউএয়ারের একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত মান ভালো, ৫১–১০০ সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশেষত শিশু, প্রবীণ, অসুস্থ ও গর্ভবতী মহিলাদের জন্য এটি মারাত্মক। বাংলাদেশের একিউআই দূষণের পাঁচটি উপাদান বিবেচনা করে নির্ধারণ করা হয়—বস্তুকণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO2) এবং ওজোন (O3)।
ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। ডব্লিউএইচও অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক পালমোনারি রোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়ে যাচ্ছে। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ এই সমস্যার কারণে মারা যাচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।