রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝরে এক লাখ ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:২৭

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতের কারণে এক লাখ ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। টেক্সাস ও লুইজিয়ানা ছাড়াও দক্ষিণাঞ্চলের অন্যান্য রাজ্যগুলোতে বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ঝড়ের কারণে ইতোমধ্যে ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শনিবার রাত ১০টা পর্যন্ত চার হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আর রবিবার আরও ৯ হাজার ৪০০-এর বেশি ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে।

মার্কিন আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, তুষারপাত, শিলাবৃষ্টি ও বরফশীতল বৃষ্টির সঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা ২৫ জানুয়ারি থেকে সপ্তাহের শুরু পর্যন্ত দেশের দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে বয়ে যাবে। মার্কিন জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এই দীর্ঘস্থায়ী তুষারঝড় দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে বিপর্যয়কর বরফ জমিয়ে দিতে পারে।

শুক্রবার ও শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝড়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে ১২টি রাজ্যে ফেডারেল জরুরি দুর্যোগ অবস্থা ঘোষণা করেছেন। তিনি সামাজিক মাধ্যমে বলেন, “নিরাপদ থাকুন এবং উষ্ণ থাকুন। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।”

হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন এবং ইউটিলিটি কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন। এছাড়া সবাইকে জ্বালানি ও খাবারের মজুত করার অনুরোধ জানিয়েছেন।

টেক্সাসে বিদ্যুৎ বিপর্যয় সীমিত রাখতে মার্কিন জ্বালানি বিভাগ জরুরি আদেশ জারি করেছে। এর মাধ্যমে ইলেকট্রিক রিলায়েবিলিটি কাউন্সিলকে ডেটা সেন্টার ও অন্যান্য বড় স্থাপনাগুলোতে ব্যাকআপ জেনারেটর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।

এই শীত ও তুষারঝড়ের কারণে জনজীবন স্থবির, ফ্লাইট বাতিল ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা চলতে পারে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত।

তথ্যসূত্র: রয়টার্স

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top