সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

তৌহিদ হোসেন-ইসহাক দারের ফোনালাপ, সহযোগিতা জোরদারে অঙ্গীকার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

রোববার (২৫ জানুয়ারি) তৌহিদ হোসেন ও ইসহাক দারের টেলিফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক পর্যালোচনা করা হয়। বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া ফোনালাপে বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার লক্ষ্যে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে টেকসই ও ধারাবাহিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।

চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো টেলিফোনে কথা বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর আগে সম্প্রতি একটি বহুপক্ষীয় ফোরামের সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় তাদের মধ্যে সরাসরি সাক্ষাৎও হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top