সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

আজ হেলিকপ্টারযোগে চার জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১১:২৮

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে আজ সোমবার কুষ্টিয়া সফর করছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সফর উপলক্ষে গতকাল রোববার কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা জামায়াত বিস্তারিত কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডা. শফিকুর রহমান আজ সকালে হেলিকপ্টারযোগে কুষ্টিয়ায় পৌঁছাবেন। তিনি পুলিশ লাইন্সের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সেখান থেকে সরাসরি জনসভাস্থল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেবেন। সকাল ৯টায় সমাবেশ শুরুর কথা থাকলেও জামায়াত আমির আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। কুষ্টিয়ার কর্মসূচি শেষে তিনি পুনরায় হেলিকপ্টারযোগে মেহেরপুরের উদ্দেশে যাত্রা করবেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর জানান, সমাবেশকে ঘিরে মঞ্চ নির্মাণ, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান আজ একই দিনে কুষ্টিয়া ছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ—এই চারটি জেলা সফর করবেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top