বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূতের সিইসির সঙ্গে প্রথম বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৩:৩৬

সংগৃহীত

ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বুধবার (২৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। এটি দায়িত্ব নেওয়ার পর তার সিইসির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির কার্যালয়ে দুপুর ১২টায় শুরু হয়। ইসি সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

স্মরণযোগ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি ঢাকায় এসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top