বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

মিরসরাইয়ে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৩:৩৯

সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)-এর অন্তর্গত এলাকায় সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জোনে বুলেট ও ট্যাংকের যন্ত্রাংশসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাজা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, মিরসরাইয়ের প্রায় ৮৫০ একর জমি এই সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য নির্ধারণ করা হয়েছে। এর আগে এটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল, তবে জি-টু-জি কাঠামো থেকে প্রকল্পটি বাদ পড়ায় জমিটি খালি ছিল।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, “বৈশ্বিকভাবে সামরিক শিল্পে চাহিদা বাড়ছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এটি সম্ভাবনাময় খাত। বাংলাদেশ চাইলে এখানে অংশগ্রহণকারী দেশ হিসেবে ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও জানান, সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখা গেছে, বুলেট ও ট্যাংকের যন্ত্রাংশের মতো মৌলিক সামরিক সরঞ্জামে ঘাটতি রয়েছে। তাই বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বেজা, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয় যৌথভাবে এই অঞ্চলে ভূমিকা নেওয়ার পরিকল্পনা করছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী মিরসরাইয়ের এই জমি বেজার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে এবং এখন থেকে এটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে সংরক্ষিত থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top