সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

চীনের ৫ লাখ টিকা আসবে বুধবার : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মে ২০২১, ২০:৪২

চীনের ৫ লাখ টিকা আসবে বুধবার : রাষ্ট্রদূত

ডাব্লিউএইচও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সরকারও চীনা টিকাকে স্বীকৃতি দিয়েছে এটি একটি দূরদর্শী সিদ্ধান্ত। এটি চীন ও বাংলাদেশের কোভিড-১৯ নিয়ে সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বুধবার (১২ মে) চীনের ৫ লাখ টিকা বাংলাদেশে আসবে।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (১০ মে) একটি ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠানে এ সব বলেন। করোনা মহামারিতে বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব সদস্যদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে ডিক্যাবের প্রেসিডেন্ট পান্থ রহমান, জেনারেল সেক্রেটারি একেএম মইনুদ্দিনও বক্তব্য রাখেন।

চীনের রাষ্ট্রদূত সকলকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ৫ লাখ টিকা ১২ মে (বুধবার) আসবে। চীন ২০০ মিলিয়ন টিকা বিশ্বের ৮০টি দেশে বিতরণ করেছে। এতেই প্রমাণিত হয় বিশ্বে টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে। চীন ও বাংলাদেশ দুই দেশেই অভিন্ন সংকটের মোকাবিলা করে আসছে। ২০২০ সালের ফেব্রুয়ারির পর মহামারি মোকাবিলায় বাংলাদেশ চীন থেকে বেশ কিছু চিকিৎসা সামগ্রী আনিয়েছে।

তিনি আরও বলেন, চীনের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এ মহামারি মোকাবিলায় একে অন্যের সঙ্গে আলোচনা করেছে। তাছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে অলোচনা করেছে এবং প্রতিরক্ষামন্ত্রীর সফর সম্পর্ক দৃঢ় করেছে। এছাড়াও সরকারি ও বেসরকারি মাধ্যমে যে যোগাযোগ বেড়েছে, তাতে দুই দেশের সম্পর্ক বেগবান হয়েছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, এ মহামারিতে বাংলাদেশ প্রথম ধাপ ভালোভাবে সামলেছে। ভাইরাস আমাদের কমন শত্রু। এটিকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। তাইতো ২৭ এপ্রিল ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা করোনা সহযোগিতায় একমত হয়েছেন। চীন ভারতকে এই ৬ দেশের মধ্যে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। চীন আন্তর্জাতিকভাবে টিকা পেতে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top