রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশে জনসন বেবি প্রোডাক্ট পরীক্ষা’র আহবান জানিয়েছে এসডো

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩২

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বব্যাপী কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জনসন এন্ড জনসন কোম্পানির শিশু পণ্য পরীক্ষার আহবান জানিয়েছে এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো। শনিবার এসডো আয়োজিত অনলাইন আলোচনায় এ আহবান জানান বক্তারা। বক্তারা বলেন, নিজ দেশেই মার্কিন এ কোম্পানির পণ্য শিশুদের জন্য অনুমোদিত নয়। কানাডাতেও নিষিদ্ধ করা হয়েছে জনসন এন্ড জনসন কোম্পানির শিশু পণ্য।
ক্ষতিকর অ্যাসবেস্টস এবং ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান থাকায় উন্নত বিশ্বের অনেক দেশে কোম্পানিটির শিশু পণ্য নিষিদ্ধ করা হয়েছে। তাই বাংলাদেশেও বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহবান জানান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট- বিএসটিআই এর কেমিক্যাল ডিভিশনের সাবেক চেয়ারম্যান এবং এসডো’র টেকনিক্যাল উপদেষ্টা প্রফেসর ড. আবুল হোসেন।
আলোচনায় এসডো’র মহাসচিব শাহরিয়ার হোসেন বলেন, অনুমোদনের আগ পর্যন্ত ভারতের দু’টি ফ্যাক্টরিতে জনসন এন্ড জনসন কোম্পানির কাঁচামাল উৎপাদন স্থগিত করা হয়েছে। শ্রীলংকাও স্থগিত করেছে জনসনের পণ্য আমদানি। বাংলাদেশের মত ঘনবসতিপূর্ণ দেশে জনসন এন্ড জনসন কোম্পানির ভাল বাজার থাকায়, এমন কোম্পানির শিশু পণ্যে ক্ষতিকর দিক আছে কিনা, তা পরীক্ষার আহবানও জানান তিনি।
বাংলাদেশে রাসায়নিক ও কেমিক্যাল নিয়ে কাজ করছে এসডো। সংস্থার নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা জানান, ভারত থেকে বাংলাদেশে জনসন এন্ড জনসন কোম্পানির পণ্য আমদানি-কারক এমএফ কনজুমার্স। ক্ষতিকর এসবেস্টস এবং ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পরীক্ষার বিষয়টিকে গুরুত্বের সাথে নিতে আমদানি-কারকের প্রতি তাগিদ দেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top