বিদায় নিল শীত, দুয়ারে এলো ঋতুরাজ বসন্ত

রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০০

ছবি: সংগৃহীত

‘বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলী ফুটিছে, তার সুবাসে ময়না আমার ভাসিল রে।’ প্রকৃতি বলছে, শীতের উত্তুরে হাওয়া বিদায় নিচ্ছে। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। 

জীর্ণতা বিদায় নেওয়ার দিন দুয়ারে উপস্থিত। শীতের আলস্য কাটিয়ে প্রকৃতিও আড়মোড়া ভাঙতে শুরু করেছে। কোকিলের ডাক আর চারপাশে গাছে গাছে ফুল দেখলে বোঝা যায় এখন ফাল্গুনের আগমন।

মানুষের জীবনে ঋতুরাজ বসন্ত নিয়ে আসে প্রেম ও বিদ্রোহের যুগল আবাহন। সে আবাহনে খুলে গেছে দখিনা দুয়ার। বসন্তের এই সাজ মানুষকে উদ্বেলিত করে। মনের কোথায় যেন নতুনের বার্তা পৌঁছে দেয়।

শীতের জীর্ণতা, রুক্ষতাকে বিদায় করে প্রকৃতি সেজেছে নবসাজে। ঝরাপাতার দিনশেষে গাছে গাছে নতুন শাখা-কুঁড়ির গান। স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিময় বাতাস জানান দেয় নতুন লগ্নের। বসন্ত এরই মধ্যে মেলে ধরেছে আপন রূপ। ফাল্গুনের আগমনে পলাশ, শিমুল গাছে লেগেছে আগুনে খেলা।

বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরাপাতার শুকনো নূপুরের নিক্কণ, প্রকৃতির মিলন এ বসন্তেই। তাই বসন্তের আগমনে সুরে সুরে ভেসে আসছে ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top