• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


৫৮৭ বিশিষ্টজন দাবি করছেন মির্জা ফখরুলের মুক্তির

ফারহানা মির্জা | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩, ১১:১৬

ছবিঃ সংগৃহীত

দেশের বর্তমান সংঘাতময় রাজনীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৫৮৭ জন বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবী। গেলো শনিবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল প্রকার রাজবন্দির মুক্তি দাবি করেছেন তারা।

বিবৃতিতে বলা হয়, গেলো ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে এ পর্যন্ত এক পুলিশ সদস্য, সাংবাদিকসহ বিরোধী রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হয়েছেন। এ পরিস্থিতি কারও কাম্য হতে পারে না। অবিলম্বে সংঘাতের পথ পরিহার করে সমাধান খুঁজতে হবে।

বিশিষ্টজন মনে করছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ক্রমেই জোরদার হচ্ছে। মাঠ পর্যায়ের নেতাকর্মীকে ঢালাও গ্রেপ্তারের মধ্য দিয়ে পরিবেশ ঘোলাটে করা হচ্ছে। ইতোমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক উপ-উপাচার্য ড. আ ফ ম ইউসুফ হায়দার, এ জে মোহাম্মদ আলী, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ রয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top