নুরুল হক নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের আয়-সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে।
হলফনামা অনুযায়ী, পেশায় ব্যবসায়ী নুরুল হক নুরের মোট ঘোষিত সম্পদের মূল্য ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার স্ত্রী মারিয়া আক্তারের নামে রয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকার সম্পদ। উল্লেখ্য, মারিয়া আক্তার শিক্ষিকা হিসেবে কর্মরত।
নুরের বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা, যার মধ্যে ব্যবসা থেকে ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ টাকার বেশি। এছাড়াও ব্যাংক আমানত, শেয়ার ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
সম্পদের মধ্যে ভূমি হিসাবেও রয়েছে। নুরের নামে ৮২ ডেসিমেল কৃষিজমি এবং তার স্ত্রীর নামে ৩ একর কৃষিজমি। দেনা হিসাবেও নুরের ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা উল্লেখ করা হয়েছে, তবে কোনো ব্যাংক ঋণ নেই।
হলফনামায় আরও বলা হয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। তবে পূর্বে তিনি আটটি মামলায় অব্যাহতি পেয়েছেন। নুর এবং তার স্ত্রী উভয়েই নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন।
নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।