বিএনপিকে নিয়ে কথা বলার সময় নেই: ওবায়দুল কাদের
রাশেদ রাসেল | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৪৯

আজ ৭ ফেব্রুয়ারি (বুধবার) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কোনো মন্তব্য নিয়ে কথা বলার সময় নেই। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বনানীতে সেতু ভবনের সভাকক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে আরও বলেন, আন্দোলনের ব্যর্থতা নিয়ে তাদের মধ্যে চরম হতাশা কাজ করছে। বিরোধী দল হিসেবে কিছু একটা বলতে হবে, তাই তারা বলেন।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।