অতীতের ভুলের জন্য বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮
অতীতের ভুলের জন্য জাতির কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দাবি করেন, স্বাধীনতার পর ‘সোনার বাংলা’র কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এতে করে দেশের ইতিহাস বিকৃত হয়েছে এবং জাতি বিভ্রান্তির শিকার হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা প্রকৃত অর্থে ভূমিকা রেখেছেন, তাদের অবদানকে স্বীকৃতি দিতে হবে। ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক ও ইতিহাসসম্মত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।