বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ওসমান হাদি মারা গেছেন এ নিয়ে যা বললেন ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:২৫

ছবি: সংগৃহীত

ওসমান হাদী ভাইয়ের শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে নিশ্চিত করেছে পরিবার। তবে তার মৃত্যুর যে সংবাদ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ অবস্থায় গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

 

এছাড়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে—আল্লাহ তায়ালা যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন এবং দ্রুত সুস্থতা দান করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top