রেমালের ক্ষত শুকানোর আগেই দানার আতঙ্কে উপকূলবাসী
রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ১৯:০৫
রেমালের ক্ষত শুকানোর আগেই দানার আতঙ্কে উপকূলবাসী
রেমালের ক্ষতচিহ্ন এখনো শুকায়নি। সেই স্মৃতি উপকূলবাসীর মনে আজও দগদগে। রেমাল আঘাতের পাঁচ মাস না যেতেই ফের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষের মধ্যে। এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পর্যন্ত সাতক্ষীরাসহ দেশের অনেক জায়গায় থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ গুমাট হয়ে আছে। সাথে বইছে হালকা দমকা হাওয়া।
আজও বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার
রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আজও বঙ্গভবনের সামনের সড়কে বিক্ষিপ্তভাবে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভকারীরা অবস্থান করলেও দুপুরের বৈরী আবহাওয়ার কারণে চলে গেছেন সবাই। সকাল থেকে দেখা যায়- পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, বিসিএসে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবেন।
সচিবালয়ে আটক ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, মুক্তি ২৮
এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় ২৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আর ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানান।
হত্যা মামলা থেকে খারিজ পেলেন খালেদা জিয়া
২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।
শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ তদন্তে কমিটি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দকৃত প্লটসহ রাজউকের সকল অবৈধ বরাদ্দ তদন্তে কমিটি গঠন করেছে হাইকোর্ট। সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিকে চার মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্টেডিয়ামের অনুমতি মেলেনি, টিকিট শেষ
পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আর মাত্র ৩৭ দিন পর আবারও ঢাকা আসছেন। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টের যাবতীয় টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানেয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ নভেম্বর বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়।
হজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে
পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালে হজ পালনে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র হজে গমন–ইচ্ছুক প্রাক্–নিবন্ধিত সবাইকে ৩০ নভেম্বরের মধ্যে ৩ লাখ টাকা করে ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পুনরায় অনুরোধ করা হলো।
কমলা হ্যারিস কেন ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। বুধবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে তিনি এ মন্তব্য করেন। ভাইস-প্রেসিডেন্টের বাসভবনের সামনে দাঁড়িয়ে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থীর প্রতি এই সংক্ষিপ্ত কিন্তু আক্রমণাত্মক মন্তব্য করেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলিকে উদ্ধৃত করে ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন ও অস্থির বলে অভিহিত করেছেন কমলা হ্যারিস।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।