বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, সন্ধ্যায় শপথ

রায়হান রাজীব | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ১৬:১৯

ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, সন্ধ্যায় শপথ

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এতে যুক্ত হচ্ছে আরও কয়েকজন উপদেষ্টা। আজ রোববার (১০ নভেম্বর) ৭ টায় বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপদেষ্টা মন্ডলিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। গেল ৮ আগস্ট নবীন-প্রবীণের সমন্বয় গঠিত হয় দেশের বহুল আলোচিত অন্তর্র্বতী সরকার।

জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গণপিটুনি, পুলিশে সোপর্দ

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজ রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপির মহানগর ইউনিটের নেতাকর্মীরা। রবিবার (১০ নভেম্বর) বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেবেন। অন্যদিকে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি শুরু

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রধান সড়কের সামনে তৈরিকৃত গণপ্রতিরোধ মঞ্চে তাদের গণজমায়েত কর্মসূচি শুরু হয়। গণজমায়েত কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। এ সময় তাদের ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে সরকার

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই-আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অর্ন্তর্বতী সরকার। রোববার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিশু মুনতাহা হত্যার ঘটনায় ৩ নারী আটক

সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়ার সাতদিন পর শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মর্জিয়া আক্তার, তার মা আলীফজান ও আলীফজানের মা কুতুবজান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মর্জিয়ার বসতঘর গুঁড়িয়ে দেন। আজ রবিবার ভোর ৪টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে ৫২ দেশের চিঠি

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জাতিসংঘের ৫২টি সদস্য দেশ। চিঠিতে তারা সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চিঠিতে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তারা অভিযানে বেসামরিকদের সুরক্ষায় যথেষ্ট কাজ করছে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top