সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ১৭:০৬

ছবি: সংগৃহীত

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশ্যে সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অন্তর্র্বতী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। ১০ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেওয়ার পর এখন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২৪ জন।

২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করবে সরকার

আগামী ২ বছরের মধ্যে সরকারী বিভিন্ন খাতে ৫ লাখ যুবকের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার (১৭ই নভেম্বর) অন্তর্র্বতী সরকারের ১শ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমানে পুলিশের ট্রাফিক কাজে ২শজন পার্টটাইম কাজ করছে। প্রতিটি ক্রীড়া ফেডারেশন ও সংস্থায় সংস্কার আনা হচ্ছে। সব ফেডারেশনের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দেয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও ফুটবল ফেডারেশনের কোন আর্থিক অনিয়ম পেলে সেখানে আইনের আওতায় আনার নির্দেশনা দেয়া আছে।

ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অর্ন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটা রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যাশার কথা জানান ঢাকা সফররত ক্যাথরিন ওয়েস্ট। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবে আশা ব্রিটেনের। সেইসঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য।

ঢাকায় শীত কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একইসঙ্গে উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কুয়াশা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। আগামী দুদিন দেশের উত্তারঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রবিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের জেলে পল্লীতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে ২০টি বসতঘরের পাশাপাশি পুড়ে গেছে ১৭টি বিভিন্ন পণ্যের দোকান। সেই সঙ্গে আগুনে পুড়েছে জেলেদের মাছ ধরার জাল। গতকাল শনিবার রাত ১২টা ১০ মিনিটে একটি তেলের দোকান থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আজ রবিবার ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের ক্ষতি কোটি টাকারও বেশি হয়েছে। অনেকেই হারিয়েছেন তাদের শেষ আশ্রয়টুকু।

এবার নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরাইলে আতঙ্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে ওই বোমা গিয়ে পড়েছে বাড়ির বাগানে। পুলিশ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সিজারিয়া শহরে শনিবার (১৬ নভেম্বর) ওই হামলা চালানো হয়। ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা এই হামলাকে গুরুতর বলে উল্লেখ করেছে। দেশটির পুলিশ এবং শিত বেত ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে দুটি আগুনের গোলা এসে পড়েছে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে ছিলেন না।

টানা হারতে থাকা মেসির সামনে বিব্রতকর রেকর্ড

বিগত কয়েক বছর ধরেই সাফল্যের জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো সময় যাচ্ছে না তার। ক্লাব ইন্টার মায়ামির হয়ে টানা দুই হারের পর আর্জেন্টিনার জার্সিতে হেরেছেন প্যারাগুয়ের কাছে। ক্যারিয়ারে মাত্র তিনবার এমন টানা হার দেখলেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুই ম্যাচে পরপর ২-১ গোলে হেরেছে মেসির মায়ামি। এরপর গত পরশু আকাশি-সাদা জার্সি গায়ে দিয়ে প্যারাগুয়ের কাছে একই ব্যবধানে হেরেছেন এলএমটেন। আগামী সোমবার সকালে মেসিদের পরবর্তী ম্যাচ পেরুর বিপক্ষে।

তৌহিদ আফ্রিদির বউ বিভ্রাট

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর ছড়িয়ে পড়লে বেশ হেইচই চলছে ভক্তদের মধ্যে। তবে বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর দেখা যায় বিয়ে বিষয়ক তথ্য বিভ্রাট। সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৩ নভেম্বর) তৌহিদ আফ্রিদির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি এবং টিকটকার রাইসা। তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না। বিভ্রান্তিকর তথ্যে বিরক্ত আফ্রিদির শ্যালিকা রাইসা বলেন, আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রিসার। তিনি ও রামিসা আল রিসা দুজন যমজ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top